#Quote

ও প্রেয়সী বোঝ নাকি কিবা আমি চাই, বারে বারে কেন আমি তোমার কাছে যাই।

Facebook
Twitter
More Quotes
তোর জন্য আনতে পারি আকাশ থেকে তারা, তুই বললে বাচতে পারি অক্সিজেন ছাড়া। পৃথিবী থেকে লুটাতে পারি বন্ধু তোরি পায়, এবার তুই বল, এভাবে আর কত মিথ্যা বলা যায় !!
কথা দিয়ে কথা রাখো না, এটাই তোমার স্বভাব। আসলে তোমার মধ্যে সত্যি প্রেমের অভাব
এখন কার দিন গুলো, হয় তো কাল হয়ে যাবে স্মৃতি,
হয়তো সেটা ঐ দিন হয়ে যাবে, কোন এক অজানা স্মৃতি।
.তোমার রাগ কিংবা অভিমানকে খুব বেশিক্ষণ বাঁচিয়ে রেখোনা। কারণ একটু পরে আমি তোমাকে আমার বাহুডোরে বন্দী করব।
সবই তো ছিল তোমার আমার, প্রিয় মুহূর্তের স্মৃতি,
আমি বৃষ্টি হব যদি তুমি ভিজো, আমি অশ্রু হব যদি তুমি কাঁদো, আমি হারিয়ে যাব যদি তুমি খোঁজ। আমি তোমায় ভালোবাসবো যদি আমায় বোঝ।
এক জীবনে এতো ভালোবাসা কোথায় পাবে তুমি, তোমার জন্য আকাশ ছোঁয়া সুখ এনে দিতে পারি। তুমি আমার ভালোবাসা, আমার প্রেমের ছবি, খুব যতনে, আদর করে তোমায় বুকের মাঝে রাখি।
তোমার লেখা আবছা আবছা স্মৃতির মাঝে, খুঁজে পাবে আমার ও কিছু স্মৃতি,
দিনের যেমন সূর্য প্রয়োজন রাতের প্রয়োজন তাই চাঁদ,,