#Quote
More Quotes
দিনশেষে শুধু একটাই প্রশ্ন – ‘আজ কতবার আল্লাহকে মনে করেছো?’
আল্লাহর ওপর ভরসা করা মানুষগুলো কখনো নিরাশ হয় না I
কখনোই বান্দাকে আল্লাহ বঞ্চিত করেন না হয়তো আপনি যা চান সেটায় আপনার কল্যাণ নেই, তাই আল্লাহ আপনাকে দেন নাই।
আল্লাহ চাইলে আমাকে আরো খারাপ রাখতে পারতো। – আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
মনে রাখবেন ইসলাম বিজয়ী হবেই হবে। আপনাকে সহ কিংবা আপনাকে ছাড়া। কিন্তু আপনি বিজয়ী হতে পারবেন না, ইসলামকে ছাড়া।
নামাজ পড় রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই। - কাজী নজরুল ইসলাম
স্ত্রীলােক, টাকা এবং মদ যাদের কাছে আনন্দের সামগ্রী, পরবর্তী সময়ে তাদের কাছে তা বিষাদ হয়ে দাড়ায়। _ফ্রাঙ্কলিন এডামস
চরিত্র বদলাও কারণ এটা তোমার সৃষ্টি চেহারাটা বদলানো যাবে না কারণ এটা আল্লাহর সৃষ্টি।
আয় ছেলেরা, আয় মেয়েরা, নামাজ পড়তে যাই, রাস্তা ঘাটে বসে থেকে কোন লাভ নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয় মন, এসো আমরা নামাজ পড়ে ধন্য করি জীবন
মাটির দেহ নিয়ে বরাই করে লাভ নেই কারণ দুচোখ বন্ধ হলে দেখবেন পাশে কেউ নাই।