#Quote

বন্ধু একাই আমি জাগবো, আঁধার আকাশে একা চিরদিন চেয়ে আমি থাকব। আমাকে সে ভুলে গেছে সে কথা আমি তো বেশ জানি, তবু স্মৃতির সাগর থেকে বারেবারে ডেকে তারে আনি। মরীচিকা জানি তবুও আলো ভেবে দু নয়নে আঁকব॥

Facebook
Twitter
More Quotes
সেই সময় গুলো বড্ড কঠিন যে সময়ে ভালো না থেকেও বলতে হয়, ‘এইতো ভালোই আছি’॥
স্মৃতির ভার অনেক বেশি, বয়ে বেড়ানো যায় না।
ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে ডুবিয়ে রাখে যে অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই ভালো থাকুক সে।
মাঝে মাঝে জীবনের সবচেয়ে বেশি সুখের স্মৃতি গুলো সবচেয়ে বেশি কষ্টের কারন হয়ে দাঁড়ায়।
প্রথম ভালোবাসার স্মৃতিগুলো কখনো পুরনো হয় না, বরং তা আরও উজ্জ্বল হয়ে থাকে।
হারানো ভালোবাসার স্মৃতিগুলোই এখন একমাত্র বেঁচে থাকার সঙ্গী।
শৈশব স্মৃতি জীবনের সবচেয়ে প্রিয় চিরন্তন সম্পদ, যা চিরকাল থেকে যায়।
মনের মাঝে দূরত্ব চলে এলে ভালোবাসা কমতে থাকে; তারপর একদিন সম্পর্কটা তোলা থাকে স্মৃতির তাকে।
কিছু মানুষ শুধু স্মৃতি হয়ে থাকে, কিন্তু আক্ষেপটা থাকে সারাজীবন।
ঝরে যাওয়া পাতা জানে। স্মৃতি নিয়ে বাঁচার মানে। হয়তো আমি ঝরে যাবো সময়ের তালে তোমার মনে