#Quote
More Quotes
আমার বিষন্নতার মেঘে আজও… খুঁজি তোমার প্রতিচ্ছবি।
চেনা গলিপথে হয়না দেখা আর, মেঘের এখন অন্য পাড়ায় ঘর, চাতক আজও বৃষ্টি ভালোবাসে, রোদের আঁচে ক্ষয়প্রাপ্ত স্মৃতির অবসর।
মেঘের বহু রং,কখনো সে দুধের মত সাদা,কখনো বা ধূসর কালো,আবার কখনো লালচে আভা মিশে থাকে মেঘের গায়ে,তবুও সব রঙেরই যেন ভিন্ন মাধুর্য রয়েছে।
একটি মেঘ কখনো পুরো নীল আকাশকে মুছে ফেলতে পারে না।
মেঘলা দিনে তোমার মাল্য পরিহিত ছবিতে নিরস দৃষ্টিতে তাকিয়ে থাকা আমি ভেবেছিলেম- আর একটা বেশি বছর কেন থাকতে পারলে না মোর সাথে?
মেঘলা দিনে আমার দু’চোখের নোনা জল মুছে দেওয়ার মতো কেউ নেই। হায়রে হতভাগা আমি!
শ্রাবণ মাস আসে মেঘের বাহার নিয়ে, ভিজিয়ে সিক্ত করে যায় মাটির বুক। প্রকৃতি যেন সেজে ওঠে এক নতুন মাধুর্য্য সহযোগে।
তার চেয়ে চল এইবেলা মেঘ খুঁজে-দু’জন মিলে ঝাঁপ দিই চোখ বুজে।
তুমি মেঘ আমি বৃষ্টি***তোমার জন্য আমার সৃষ্টি।
আকাশে মেঘ জমলে, আকাশ যেরকম কাঁদে, মনের মাঝে ও মেঘ জমলে, মন তখন কাঁদে!