#Quote
More Quotes
ওই তারা ভরা সাঁঝের আকাশে যখন আসবে তুমি চাঁদ উঠবে হেঁসে নিয়ে ফুলের সুভাষ বয়ে যাবে বাতাস মনে আসবে খুশি পদতলে থাকবে নরম ঘাস।
সর্বদা মনে রাখবেন আমরা একই আকাশের নীচে আছি, একই চাঁদ দেখছি। -ম্যাক্সাইন লি
যখন তোমাকে খুব মিস করি,,তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি জানি সেখানে তোমাকে দেখব না।কিন্ত এই ভেবে সান্ত্বনা পাই যে,দুজনে এক আকাশের নিচেই তো আছি
আকাশের কষ্টগুলো মেঘ হয়ে ভাসে,আর আমার কষ্টগুলো বৃষ্টি হয়ে আসে।
মেঘহীন সরল নীল নীল আকাশ একটি ফুল বিহীন বাগানের মতো।
আকাশের ঐ নীল সীমানা যেমন দিগন্তে মাটির সাথে মেশে,, তেমনি তুমি মিশে আছো আমার অনুভবে!
তুমি আকাশ, আমি পাখি, তোমার সাথে উড়তে চাই, জগতের কোনো ঝড় আমায় আটকাতে পারবে না।
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে-বুঝবে সেদিন বুঝবে!ছবি আমার বুকে বেঁধে পাগল হ’লে কেঁদে কেঁদে ফিরবে মর” কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি’ যেদিন আমায় খুঁজবে-বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
পাখিরা গান গায় আকাশে, বৃষ্টির ঝিমঝিমে তালে, সুর ভাসে আকাশে।
তোমার জগৎ আলোর মঞ্জরী পূর্ণ করে তোমার অঞ্জলি। তোমার লাজুক স্বর্গ আমার গোপন আকাশে একটি করে পাপড়ি খোলে প্রেমের বিকাশে।