More Quotes
যখন তোমাদের কেউ খুশি হয়, তখন আলহামদুলিল্লাহ বলা উচিত এবং যখন দুঃখে পড়ে, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন বলা উচিত।
মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই, দুচোখ বন্দ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর।
নামাজ পড়ো, রোজা রাখ, কলমা পড় ভাই,তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই ।— কাজী নজ্রুল ইসলাম
যদি রিলেশন করো,তাহলে নামাযের সঙ্গে করো।ইনশাআল্লাহ, তুমি কখনও ঠকবে না।
ধীরে ধীরে আমরা পবিত্র রমজান মাসের দিকে এগিয়ে যাচ্ছি.! আলহামদুলিল্লাহ!
নতুন পোশাকে সেজে, মনের আনন্দে, ঈদের নামাজ পড়ে, আলিঙ্গন বিনিময়ে, কাটুক ঈদের দিন, ঈদ মোবারক।
ফজরের নামাজ দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম! আলহামদুলিল্লাহ..!
সে সব সময় বলতো আমাকে মোনাজাতে চায়, কিন্তু পরে দেখলাম সে নামাজই পড়ে না।
মাটির দেহ নিয়ে বরাই করে লাভ নেই কারণ দুচোখ বন্ধ হলে দেখবেন পাশে কেউ নাই। যাকে আপনি আপন ভাবেন সে হবে পর, আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর। — পবিত্র জুমা মোবারক
শুক্রবারে মসজিদে আজান হওয়ার সাথে সাথে তোমরা কেনাবেচা বন্ধ করো, এবং আল্লাহকে স্মরণ করার জন্য ত্বরা করো কারণ এটাই তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ। -- জুম্মা মোবারক