#Quote
More Quotes
আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় হালাল তালাক( বিবাহবিচ্ছেদ)। — হযরত মুহাম্মাদ (স.)
জন্মদিনে আমার চাওয়া: আল্লাহ যেন তোমাকে একজন নেক ও উত্তম মুসলিম বানান এবং সর্বদা তাঁর পথে পরিচালিত করেন।
আল্লাহ কাউকে ঠকান না যতটুকু নিয়ে নেন তার থেকেও হাজার হাজার গুণ ফিরিয়ে দেন I
আজকের রাতে, দোয়া করুন আপনার, আপনার পরিবার ও বন্ধুবান্ধবের জন্য, আল্লাহ সকলের গুনাহ মাফ করুন।
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় , তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন ।
হাল ছেড়ে দেওয়া একমাত্র উপায় নিশ্চিত ব্যর্থ হওয়ার — এনএ শোএলটার
যে-তোমার জন্য তৈরি হয়েছে দিন শেষে সে তোমার কাছে আসবেই ইন শা আল্লাহ শুধু-ধৈর্যের প্রয়োজন…..!!
আল্লাহ আমাদের শিরকের, হাত থেকে রক্ষা করুন।
কাউকে বারবার ডাকলে সে রাগ হয়। কিন্তু আল্লাহ কে বারবার ডাকলে তিনি খুশি হন।
শুভ জন্মদিন, পুত্র। আল্লাহ তোমার মংগল করুক। প্রতিটি জন্মদিনে তোমার জ্ঞান- বুদ্ধি বৃদ্ধি পাবে এই দোয়াই করছি।