#Quote
More Quotes
জানি, তুমি দূরে আছো মা, কিন্তু আমার দোয়ায় তুমি সবসময় আছো আল্লাহ তোমার গুনাহ মাফ করুন।
ঈদ মানে খুশি, ঈদ মানে ভালোবাসা! আগাম জানিয়ে রাখি—ঈদ মোবারক! আল্লাহ তোমার জীবন আনন্দে ভরিয়ে দিন!
নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন।
যে ব্যক্তি দাবি করে যে সে এই দুনিয়া ও মহান আল্লাহ পাক রব্বুল আলামীনের একই সাথে ভালবাসবে সে আসলে মিথ্যা কথা বলে ।ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি
যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না।
কেউ আমাকে পছন্দ না করলেও,আল্লাহ আমাকে ভালোবেসেই সৃষ্টি করেছেন।
আলহামদুলিল্লাহ বন্ধু আজ থেকে জীবনের নতুন এক অধ্যায় শুরু করলো। দোয়া করি আল্লাহ যেন তোমাদের দাম্পত্য জীবন ভালোবাসা, মায়া-মমতা ও রহমতে ভরিয়ে দেন।
আমারে কেও ছ্যাকা দাও। ……আমি বিরহের কবি হতে চাই- পরে উড়া ধুরা ক্যাপশন দিমু আল্লাহ সৃষ্টি সব কিছুই সুন্দর আমরা চার পাশে যা কিছু দেখি।
আজ এই পবিত্র শবেবরাত উপলক্ষে আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করুক ( আ-মীন )
যে ব্যক্তি দুই রাকাত নামাজ পড়িয়াছে আর উহাতে ভুল করে নাই, আল্লাহ তায়ালা তাহার ছগিরা গুনাহ মাফ করিয়া দিবেন, যাহা ইতিপূর্বে হইয়াছে। - আল হাদিস