#Quote
More Quotes
যাদের জীবনে মা নামক জান্নাত টা বেঁচে আছে তারা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ
তোমার কষ্টগুলো তোমার জন্য জান্নাতের পথ সহজ করছে।
এই বিশেষ দিনে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন তিনি তোমার জন্য জান্নাতের পথ সুগম করেন এবং তোমাকে জীবনে সত্যিকার সফলতায় পৌঁছাতে সাহায্য করেন। জন্মদিন মোবারক!
ভালোবাস তাকে.. যার কারনে পৃথিবী দেখেছো….।। ভালোবাস তাকে..।। যে তোমাকে ১০মাস ১০দিনগর্ভে রেখেছে….।। ভালোবাস তাকে.. যার পা এর নিচে তোমার জান্নাত আছে…..।। তিনি হলেন…..মা.
যদি কখনও পাপকাজ করার প্রতি ইচ্ছা জাগে, তখন নিজেকে বলুন, জান্নাতে যা দেয়া হবে তা এর চেয়ে অনেক বেশি উত্তম এবং এই কাজটা করে আমি তা পাওয়াকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছি।
যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরন করে, সে জান্নাতবাসিনী হবেন।-আল হাদিস
তুমি জান্নাত চেওনা বরং তুমি দুনিয়াতে এমন কাজ কর যেন জান্নাত তোমাকে চায়। [হযরত আলী (রহঃ)]
নবী করিম (সাঃ) বলেছেন, “চোগলখোর জান্নাতে প্রবেশ করবে না। -(সহীহ বোখারি ও সহীহ মুসলিম)
আল্লাহ তোমার আগামীর পথ সহজ করুক, প্রতিটি পদক্ষেপে রহমত বর্ষিত হোক। বিদায়, দেখা হবে জান্নাতে ইনশাআল্লাহ।
রোজা রাখি, নেকি কামাই, জান্নাতের পথ বানাই!