#Quote

সমুদ্র আমাকে টানে তার বিশালতায় মনে হয় আমি কোনো এক জনমে সমুদ্রই ছিলাম।

Facebook
Twitter
More Quotes
তুমি সমুদ্রের চেয়েও সমুদ্র, আকাশের চেয়েও আকাশ, তুমি আমার ভেতরে জেগে আছো তোমাকে ভুলতে চেয়ে তাই,আরো বেশী ভালবেসে ফেলি,, তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরো কাছে টেনে নেই
পাহাড়ের মতোই বিশাল হতে হবে!! তাহলেই পূর্ণতা পাবে সকল তৃষ্ণা।
আমি তোমাকে শাসন করি বলে তুমি বলো যে আমি তোমাকে ভালোবাসি না ।কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছো যে পৃথিবীতে এত মানুষ থাকতে আমি কেন তোমাকে শাসন করি। তোমার সামান্য আঘাত আমাকে এক সমুদ্র সমান কষ্ট দেয়। ভেবোছো কখনো
দিনশেষে বিশাল আকাশে ঝুলে থাকা চমৎকার চাঁদটার মতো আমিও একা।
বিশাল সম্ভাবনার চেয়ে বড় বোঝা নেই।
এ যেন বিশাল আকাশের জমিন, দশ ইস্টু ছয় এর মাপঝোক নয়, এ জমিন পেতে হলে সাহস নিয়ে শত্রুর মোকাবেলা করতে হয়
সারারাত স্বপ্ন দেখলাম বিমানের জালানা দিয়ে মাথা বের করে দিয়ে সমুদ্র দেখতে ছিলাম, আর সকালে উঠে দেখি ছেড়া মশারির ফাক দিয়ে মাথা বের করে বসে আছি।
সমুদ্রের গন্ধ নাও এবং আকাশ কে অনুভব করো ।
সমুদ্রের নীল জলরাশি আর সারি সারি পাথরের মেলা প্রাণ খুলে নিশ্বাস আর মুক্ত মনে হাসির খেলা।
সমুদ্র তোমায় ভা‌লোবা‌সি তোমার ভা‌লোবাসা নি:স্বার্থ তাই যতোবার আসি ততোই ভা‌লোলা‌গে তোমায়