#Quote

তোমার শোক নিবিড় খুব। আমার শোক বিজ্ঞাপন। তোমার দিন অতল ডুব। আমার স্রেফ দিনযাপন।

Facebook
Twitter
More Quotes
এতই অসাড় আমি, চুম্বনও বুঝিনি । মনে মনে দিয়েছিলে, তাও তো সে না-বোঝার নয়- ঘরে কত লোক ছিল, তাই ঋণ স্বীকার করিনি । ভয়, যদি কোন ক্ষতি হয়।
একসময় মনে হত কোনওদিন তোমাকে পাব না একসময় মনে হত ইচ্ছে করলেই পাওয়া যায় আজকে শেষবার আমি তোমাকে পেলাম কালকের পর থেকে আমাকে নেবে না আর তুমি দুপুর ফুরিয়ে এল। এইবার ফিরে আসবে বাড়ির সবাই। আর একবার, আর একবার, এসো প্রথম দিনের মতো আবার পুড়িয়ে করো ছাই !
বিশ্বস্ত কথার আছে শোক নিরাময়ের গুণ ।
এক বছর ঘুমোবো না, স্বপ্নে দেখে কপালের ঘাম ভোরে মুছে নিতে বড় মূর্খের মতন মনে হয় বরং বিস্মৃতি ভালো, পোশাকের মধ্যে ঢেকে রাখা।
সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি- দেখা দাও, দেখা দাও, পরমুহূর্তেই ফের চোখ মুছি। হেসে বলি, তুমি যেখানেই যাও, আমি সঙ্গে আছি!
বাবার চলে যাওয়ার শোক কখনো ভোলা যাবে না, বাবার অভাব কখনো পূরণ হবে না, বাবা তুমি চিরকাল আমাদের হৃদয়ে জীবন্ত থাকবে।
আমার যৌবনে তুমি স্পর্ধা এনে দিলে তোমার দু’চোখে তবু ভীরুতার হিম। রাত্রিময় আকাশে মিলনান্ত নীলে ছোট এই পৃথিবীকে করেছো অসীম।
সারা শহর পুড়ছে রোদে, মনের ভেতর গুমোট শোক! ঝমঝমিয়ে বৃষ্টি শেষে, তোমার আমার দেখা হোক।
বড় কোনো শোক পেলে মানুষের বয়স বেড়ে যায়। - সুনীল গঙ্গোপাধ্যায়
ছেলেটার বোধহয় কেউ মারা গেছে। তাই শোঁক করছে খালি পায়ে হেঁটে। কেউ বললো, কে জানে এটা নতুন ফ্যাশনও হতে পারে। আজকাল কত রকমের ফ্যাশন যে দেখি।