#Quote
More Quotes
কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে যদি এমন স্থানে লাঞ্ছিত করে যেখানে তার মানহানি ঘটে এবং সর্বদা খাটো করা হয়, আল্লাহ তাকে এমন স্থানে লাঞ্ছিত করবেন, যেখানে তার সাহায্যপ্রাপ্তির আশা ছিল।— হযরত মুহাম্মাদ (স.)
শব-ই-বরাতের রাত হবে আজ, হয়তো আমি এই বছর আল্লাহর কাছে থাকবেন এমন ব্যক্তিদের তালিকায় থাকব, এবং হয়তো আর কখনো দেখা হবে না। এই কারণেই আমি আপনার সাথে করা সমস্ত ভুল কাজের জন্য দুঃখিত বলার এই সুযোগটি নিতে চাই।
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য সেই যথেষ্ট I
অসুস্থতার সময় ধৈর্য ধরো; আল্লাহ সবসময় তোমার পাশে আছেন।
যে পূত পবিত্র থাকতে চায় , আল্লাহ তাকে পূত পবিত্র রাখেন।
আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন, অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়।
হে আল্লাহর বান্দা,আজকের তোমার জন্মদিনে জানাই তোমাকে হাজারো সুখের অভিবাদন ভালো থেকো প্রতিটি মূহুর্তেেএটুকুই আশা।তুমি তোমার জন্মদিনে নিও আমার অনন্ত ভালোবাসা।
আল্লাহ তায়ালা আমাদের সকল রোজা কবুল করুন। আমিন।
তুমি যত সিজদাহ্ দিবে, আল্লাহ তত গুনাহ মাফ করে দিবেন।
মহান আল্লাহ তায়ালা সমস্ত সৌন্দর্য দিয়ে যেন তোমাকে তার নিজ হাতে গড়েছে, তোমার বাহ্যিক সৌন্দর্যের চেয়েও হাজার গুনে তোমার আত্মিক সৌন্দর্য বেশি হয়। আর বাকিটা জীবন সবসময় সঠিক পথে থেকো, শুভ কামনা রইলো।