#Quote

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ) ঘুমানোর আগে আল্লাহ’র কাছে মাপ চেয়ে নিবেন। – হতেও তো পারে আজ আপনার শেষ রাত।

Facebook
Twitter
More Quotes
মহান আল্লাহ তায়ালা সমস্ত সৌন্দর্য দিয়ে যেন তোমাকে তার নিজ হাতে গড়েছে, তোমার বাহ্যিক সৌন্দর্যের চেয়েও হাজার গুনে তোমার আত্মিক সৌন্দর্য বেশি হয়। আর বাকিটা জীবন সবসময় সঠিক পথে থেকো, শুভ কামনা রইলো।
সে কী পেলো যে আল্লাহকে হারালো ? সে কী হারালো যে আল্লাহকে পেলো? - ইবনু আতা’আল্লাহ আল ইসকান্দারি রাহিমাহুল্লাহ
আমি সেই রাতের অপেক্ষায়, যেইদিন থাকবে পূর্ণিমা রাতের চাঁদ। আর তোমার হাতে থাকবে আমার হাত।
এমনকি অন্ধকার রাতগুলোও শেষ হয়ে যাবে, আবার সূর্য উঠবে।
এক বর্ণনায় এসেছে, আল্লাহর নবী (সা.) বলেন, ‘মুমিন ব্যক্তি রোগাক্রান্ত হলে আল্লাহ তাকে (গুনাহ থেকে) এমনভাবে পরিচ্ছন্ন করেন, যেমন হাপর লোহাকে পরিচ্ছন্ন করে।
কুরআন পরিবারের লোকেরা আল্লাহর পরিবার এবং তাঁর বিশেষ লোক।
রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন- আল হাদিস
জন্মদিনের এই দিনে প্রার্থনা করি, আল্লাহ যেন আমার জীবনের প্রতিটি ভুল ক্ষমা করেন এবং সঠিক পথে পরিচালিত করেন।
আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে পরিবর্তন করুন। মানুষের সন্তুষ্টির জন্য নয়
আল্লাহর রহমতে তুই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করলি বিয়ে এই কাজটায় যেন তুই সফল হস, সুখী হস, বরকত পাস।বউটাকে যেন সম্মান আর ভালোবাসায় আগলে রাখিস আল্লাহ তোমাদের জুটিকে কবুল করুন।