#Quote

নিরানন্দের আবরণকে সরিয়ে শীতের সকাল কথা বলে প্রাণচঞ্চল এক নতুন জীবনের।

Facebook
Twitter
More Quotes
তুমি বসন্ত বিকেল আর আমি শীতের সকাল, এসো দুজনে এক হই, পাড়ি দেবো অনন্ত কাল ।
শীতের প্রভাতে যখন সরিষা ফুলের হলুদ রঙে মাটি রাঙিয়ে ওঠে, তখন মনে হয় প্রকৃতি যেন তার নিজস্ব রঙের প্যালেট থেকে সুন্দরতম রঙ বেছে নিয়ে গ্রামবাংলাকে সাজিয়ে তুলেছে।
শীতের দিনে সবাই খোঁজে উষ্ণতার পরশ,তাইতো সবাই আগুন খুঁজে উষ্ণপরশের আশায়"
ঘন কুয়াশার চাদর জড়িয়ে আসে শীতের মনোরম সকাল।
কত শীতের সকাল আমি করেছি পার, সেই তুমি তো ফিরে আসলে না আর ।
আমি তোমার জীবনের একটি শীতের সকাল হতে চাই চাদর হয়ে জড়িয়ে রাখবো তোমায় ।
বর্ষার পর উৎসবমুখর শরৎ কালের অবসানে গুটি গুটি পায়ে আগমন ঘটে শীতের পূর্বের হেমন্তের।
শীত যেন এক উদাসী বাউল হাতে নিয়ে একতারা, বাজায় বৈরাগ্যের সুর
গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুর চোখ জুড়ানো শোভা, খেজুরগাছে ঝোলে রসের হাঁড়ি পৌষ পার্বণে পিঠে পুলির আয়োজন আর তার সাথে নলেনগুড়ের পায়েস একেই বলে শীতকালের আয়েস।
শীতের শেষে প্রাণের জোয়ার বয়ে নিয়ে আসে এই বসন্ত আর প্রকৃতি সেজে ওঠে নতুন সাজে হৃদয়ে জাগে শিহরণ। অপরূপ এই ফাল্গুনের রূপে করি আমরা নিত্য অববাহন।