#Quote

এখনো আকাশে চাঁদ ওই জেগে আছে, যদি-গো আলো তার আসে নিভে তবু জেনে গেছি তুমি আছো কাছে

Facebook
Twitter
More Quotes
উদাসী আকাশ হাতছানি দেয় ভাসাবে মেঘের ভেলায়! সুরের ছোঁয়ায় মন রাঙাবে মৃদুমন্দ পূবালী বায়
মুখোশধারী মানুষগুলো অন্ধকারে রাজা, কিন্তু আলোতে তারা কেবলই ছায়া।
কাঁচা আম, পাকা আম, কোনটা লাগে ভালো, বৃষ্টির দিনে জ্বালাই দুজন ভালোবাসার আলো।
মহা - বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত।যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না,অত্যাচারীর খড়ুগ কৃপাণ ভীম রণ, ভূমে রণিবে না-বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। - কাজী নজরুল ইসলাম
একদিন নিজের সব গল্পগুলো জানিয়ে দেব। একদিন আকাশের দিকে তাকিয়ে খণ্ড খণ্ড নিজের অনুভূতি আর স্মৃতিগুলো ভাসিয়ে দেব মেঘের জালে।
অনেক দূর নদীর জলে ছোট্ট কেমন নৌকা চলে! পালটি তুলে চলছে ধুলে। মাঝ গগনে সূর্যি জলে ছোট্ট কেমন নৌকা চলে! বইছে নদী কলকলিয়ে স্রোত চলিছে ছলছলিয়ে! ভরদুপুরে করুন সুরে চিল ডাকছে আকাশ তলে পালটি তোলে নৌকা চলে।
ফুটবে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী,আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনী-চৈতী-রাতের চাঁদনী।ঋতুর পরে ফিরবে ঋতু,সেদিন-হে মোর সোহাগ-ভীতু!চাইবে কেঁদে নীল নভো গা’য়,আমার মতন চোখ ভ’রে চায় যে-তারা তা’য় খুঁজবে-বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
সূর্যের অনেক আলো আছে, তবুও আমরা চাঁদকে বেশি পছন্দ করি।
আমরা দেখেছি যারা নিবিড় বটের নিচে লাল লাল ফল পড়ে আছে; নির্জন মাঠের ভিড় মুখ দেখে নদীর ভিতরে; যত নীল আকাশেরা রয়ে গেছে খুঁজে ফেরে আরো নীল আকাশের তল; পথে পথে দেখিয়াছি মৃদু চোখ ছায়া ফেলে পৃথিবীর পরে আমরা দেখেছি যারা শুপুরির সারি বেয়ে সন্ধ্যা আসে রোজ, প্রতিদিন ভোর আসে ধানের গুচ্ছের মতো সবুজ সহজ - জীবনানন্দ দাশ
যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মত, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়ষার জালের মত – সক্রেটি