#Quote

সে কী জানে ভাংগা মনে লাগেনা ভালো গোপনে কতো যে ফাগুনে শরত্‍ এর বিকেলে ভিজে শ্রাবনে তুমি তো এলে না ফিরে আমার এ ভুবনে।

Facebook
Twitter
More Quotes
সারা গগনতলে তুমুল রঙের কোলাহলেমাতামাতির নেই যে বিরাম কোথাও অনুক্ষণযেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন,দিয়ে আমার সকল মন॥
কাল-বৈশাখী আসেনি হেথায়, আসিলে মোদের তরু-শিরে সিন্ধু-শকুন বসিত না আসি ভিড় করে আজ নদীতীরে। জানি না কবে সে আসিবে ঝড় ধূলায় লুটাবে শত্রুগড়, আজিও মোদের কাটেনি ক’ শীত, আসেনি ফাগুন বন ঘিরে। আজিও বলির কাঁসর ঘণ্টা বাজিয়া উঠেনি মন্দিরে। জাগেনি রুদ্র, জাগিয়াছে শুধু অন্ধকারের প্রমথ-দল, ললাট-অগ্নি নিবেছে শিবের ঝরিয়া জটার গঙ্গাজল। জাগেনি শিবানী- জাগিয়াছে শিবা, আঁধার সৃষ্টি- আসেনি ক’ দিবা, এরি মাঝে হায়, কাল-বৈশাখী স্বপ্ন দেখিলে কে তোরা বল। আসে যদি ঝড়, আসুক, কুলোর বাতাস কে দিবি অগ্রে চল।
ফাগুনের রঙে রেঙেছো তুমি, না বলা কথা আজ বলবো আমিঃ হৃদয়ের ডাক শুনবে কি তুমি? – সংগৃহীত
তোমাকে গভীরভাবে ভালোবাসা আমাকে জীবিত করে তোলে।
ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ আমার আপনহারা প্রাণ; আমার বাঁধন ছেঁড়া প্রাণ-রবীন্দ্রনাথ ঠাকুর
অলির ও কথা শুনে বকুল হাসে কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ও ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মত তুমি আমার কাছে কভু আসো না তো - হেমন্ত মুখোপাধ্যায়
শ্রাবনের বৃষ্টি এসে জুড়িয়ে দিল জ্বালা বর্ষা এলো শুরু হলো মেঘ বৃষ্টির খেলা নব বর্ষায় ভিজলো সবাই ভিজলো সবার মন আর যে কিছু দিন পরেই হবে মায়ের আগমন ।
ফাগুনের হাওয়ায় উড়ে যাক সব গ্লানি চলনা নতুন করে বাঁচি শিখি!
গোলাপের পাপরি সব গেছে যে ঝরে বাগান আজ শুন্য তোমায় সৃতি মনে হলে লাগে যে বিষন্ন
ফাগুনের ও মোহনায় , মন মাতানো মহোয়ায় রঙিন এ বিহুর নেশায় কোন আকাশে নিয়ে যায়।