#Quote

যে বৃষ্টির ফোঁটা তোমায় আজ নতুন প্রেমের স্পর্শ মাখায়, সেই বৃষ্টির ফোঁটায় পুরাতন প্রেম দুচোখের জল লুকায়।

Facebook
Twitter
More Quotes
আকাশ ভেঙে বৃষ্টি হয় নি, মেঘ করেছিলো তবে মনে পড়লে নাকি এরকম হয়, কি জানি হয়তো হবে।
কেউ বৃষ্টি দেখে গান লেখে, আমি দেখি তোমায়।
এই বৃষ্টি জানে, কতবার তোমার নামে চুপচাপ কেঁদেছি।
রামধনু রঙের চিঠি পাঠিয়েছি তোর ডাকবাক্সে নীলচে খামে, বৃষ্টি শেষে একমুঠো স্বপ্ন বাতাসে ছড়িয়ে দেবো তোরই নামে
সারা দাও কোথায় তুমি এখন পুরো প্রেমের মাস; বৃষ্টি ভেজা স্বপ্ন দেখুক উপেক্ষার মরা ঘাস।
যদি কখনো বৃষ্টি আসতো ডাকতে আমায় কাছে মনে নিয়ে আদর । আসতাম আমি তোমার কাছে গায়ে দিয়ে চাদর।
যে রোদকে সুখ মনে করে সে কখনো বৃষ্টিতে ফুটবল খেলেনি
ওগো বৃষ্টি তুমি আবার নামক আমার শহর জুড়ে, আমার কষ্টগুলো তুমি নিজের মতো করে ধুয়ে দাও।
আজকের বৃষ্টি শুধু আকাশ ভেজায় না—ভিজে গেছে আমিও।
আজ এই অঝরে ঝরা বৃষ্টির বিন্দু আমাকে ছুঁয়ে যাচ্ছে বার বার, আর আমি ফিল করছি তুমি ছোঁইয়ে দিচ্ছো বারবার।