#Quote
More Quotes
আল্লাহর আদেশে রোজাদার ব্যাক্তিদের জন্য, প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়।
দেখতে চাই স্বপ্ন , থাকতে চাই মগ্ন। হতে চাই কবি, লিখব আমি সবি। বাসতে চাই ভালো, জ্বালাতে চাই ইসলামের আলো।
চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজ-প্রসাদে থাকার চেয়ে, গরীব আদর্শবান স্বামীর সঙ্গে কুঁড়েঘরে থাকা অনেক সুখের!
জ্ঞান আল্লাহর দেওয়া দান শ্রেষ্ঠ উপহার এগুলো দিয়ে অহংকার করা যাবেনা! উপকার ছাড়া কারো ক্ষতি করা যাবেনা!
শবে বরাত অনুশোচনার রাত আপনার ভুলত্রুটির জন্য অনুশোচনা করুন, আল্লাহর কাছে ক্ষমা চাই।
কেউ পছন্দ না করলে কি আসে যায় আল্লাহ তো পছন্দ করেই বানিয়েছেন।
আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।
যাকে ভয় করি।তার নাম হাশর।যাকে বিশ্বাস করি।তার নাম কুরআন।যার কাছে আমি ঋণী।তার নাম মা। যাঁকে নেতা মানি। তিনি হলেন রাসূল(স)।যার কাছে মাথা নতকরি।তিনি হলেন আল্লাহ!
নিজের উপর ভরসা রাখার আগে মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন এবং নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে সঠিক উদ্দেশ্য নিয়ে পরিশ্রম করুন স্বপ্ন একদিন আপনা আপনি পূরণ হবে।
চেহারাটা কখনো বদলানো যাবে না -!🖤🌻 🌻 ۵কারণ এটা মহান আল্লাহর সৃষ্টি,-!” ─༅༎ – তুমি তোমার চরিত্র টা বদলাও -!🖤🌻 😽🌻 ۵কারন এটা তোমার সৃষ্টি করা!