#Quote
More Quotes
কখনোই বান্দাকে আল্লাহ বঞ্চিত করেন না। হয়তো আপনি যা চান, সেটায় আপনার কল্যাণ নেই, তাই আল্লাহ আপনাকে দেন নাই।
পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া, আর সবচাইতে সহজ কাজ হল অন্যের সমালোচনা করা । — হযরত আলী (রাঃ)
পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান।
হে আল্লাহ আপনি তো দেখছেন আমি কি করছেন না করছে সবই দেখতে পাচ্ছেন। আমাকে মুমিন ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন ।
অসৎ লোকেরা কাউকে সৎ বলে মনে করে না, সকলকেই সে নিজের মতো অসৎ ভাবে।
আল্লাহ তার বান্দাদের কষ্ট দিয়ে পরীক্ষা করেন, তবে তিনি তাদের ওপর রহম করেন।
পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।
আজকের রাতে আকাশের দরজা খুলে গেছে, আল্লাহ বান্দাদের ডাকছেন! আমরা কি তাঁর ডাকে সাড়া দেবো না? আসুন, তাঁর করুণা কামনা করি!
বিপদে তোমার পাশে কেউ থাকুক আর না থাকুক আল্লাহ তায়ালা ঠিকই তার বান্দার পাশে থাকবে I
মেকআপ নষ্ট হয়ে যাবে দেখে কেউ ওজু করেনা আর কেউ কেউ ওজু করতে হবে দেখে মেকআপ করেনা।