#Quote
More Quotes
দু’জন মুসলমান যখন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়, আল্লাহ তাদের প্রতি দয়া ও বরকত নাযিল করেন।
বিদায়ের মুহূর্ত কঠিন হলেও বিশ্বাস রাখি—আল্লাহ যেখানে রাখেন, সেখানে কল্যাণ রাখেন।
আল্লাহ তায়া’লা কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন ?
আযান দিলে মসজিদে যাও। হয়তো আল্লাহ তোমাকে শেষ বারের মতো ডাকছে।
ঈদুল ফিতরের পবিত্র দিনে আল্লাহ আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন এবং সবার মধ্যে সুখের বীজ বপন করুন। ঈদ মোবারক।
আলহামদুলিল্লাহ নিজেকে “পরিবর্তন করার সর্বোচ্চ চেষ্টা করছি” আল্লাহ কে ” খুশি করার প্রধান উদ্দেশ্য।
নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না! কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না।
তুমি আসক্ত হও তবে নেশায় নয় আল্লাহর ইবাদতে।
শবে বরাত হলো আত্মশুদ্ধির রাত। আসুন, আল্লাহর রহমতের আশায় বেশি বেশি ইবাদত করি, পাপ থেকে মুক্তির প্রার্থনা করি। শবে বরাত মোবারক!
আমরা যা শিখছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোন প্রভাব ফেলতে না পারে আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে না পারে আমাদের বিশ্বাসকে আরো মজবুত করতে না পারে তাহলে এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্যে নিয়্যতে ভুল আছে- ড. আবু আমিনাহ বিলাল ফিলিপস