#Quote

যখন আমি ভীষণ একা আকাশ পানে চাই সেথাও দেখি বৃষ্টি একা, মেঘ ডাকে নি তাই।

Facebook
Twitter
More Quotes
বৃষ্টির পরে যেমন রোদ উঠে, তেমনি খারাপ সময়ের পর জীবনে ভালো সময় আসে।
মেঘলা আকাশ কাজের ছুটি বৃষ্টি বাদল দিনে! তোমার সাথে ভিজতে চাওয়ার অসুখ আনি কিনে।
জল জমে থাকা কাচে জ্বর হয়ে থাকা আঁচে তুমিও থাকো অসুখের মতো কী ভীষণ ছোঁয়াচে
রামধনু রঙের চিঠি পাঠিয়েছি তোর ডাকবাক্সে নীলচে খামে, বৃষ্টি শেষে একমুঠো স্বপ্ন বাতাসে ছড়িয়ে দেবো তোরই নামে
চোখ তো মেঘ নয় তবুও কেনো বৃষ্টি ঝরে!
আজকের বৃষ্টি শুধু আকাশ ভেজায় না—ভিজে গেছে আমিও।
অনুভূতিগুলো বৃষ্টির ফোঁটা হলে তুই কি আমার সাথে ভিজতে রাজি!
তুমি না একদিন আমাকে বলেছিলে, বৃষ্টিতে ভিজতে তুমার খুপ ভাল লাখে.! আজ কোথায় তুমি.? অজরে বৃষ্টি ঝরছে আকাশ থেকে নয়.! আমার দুচোখ থেকে.. ভিজতে আসবে তুমি.?
শ্রাবনে ওই বৃষ্টি ধারায়, আজ শুধুতোমাকে খুঁজে বেড়াই. যদিও তুমি অনেকদুরে, তবুও রেখেছি তোমায় মন পাঁজরে.নীরবে তোমায় মিস করি সারাক্ষণ, অথচতা তোমার কাছে আজও গোপন
প্রতিবার বৃষ্টি হলে, মাটি প্রতি ফোঁটা গণনা করে এবং প্রতিটি পৃথক বৃষ্টির ফোঁটার জন্য সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জ্ঞাপন করে। ___মেহমেট মুরাত ইলদান