#Quote

জন্ম, মৃত্যু সব কিছু আল্লাহ পাকের হাতে। তোমার মতো ভালো একটি মানুষকে আল্লাহ পাক এই দিনে আমাদের মাঝে পাঠিয়েছেন এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। যতদিন বেঁচে আছো মহান সৃষ্টিকর্তা যেন তোমাকে তার ইবাদত করার তৌফিক দান করেন, আমীন।

Facebook
Twitter
More Quotes
জন্ম-মৃত্যু-হায়াত-মাউত আল্লাহর দান।আল্লাহ জীবন এবং মরণ সৃষ্টি করেছেন এটা যাচাই করার জন্য যে, আমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে উত্তম আর কে অধম। জন্মিলে মরিতে হয় রাখিও স্মরণ। সময় থাকিতে প্রভুকে করে নাও আপন। শুভ জন্মদিন প্রিয়। তোমার আগামী দিনগুলো প্রভুর আনুগত্যের ভিতরে কাটুক এই কামনা
জীবনের সব থেকে সুন্দর দুআ: ‘হে আল্লাহ, আমাকে এমন একজন জীবনসঙ্গী দিন, যে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে।
দুঃখ একটি উপহার এর মধ্যে লুকিয়ে আছে মহান আল্লাহর করুণা।
রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ তায়ালা এবং তার বান্দাদের মধ্যকার সম্পর্ক সবচেয়ে দৃঢ় হয়।— আল হাদিস
চাওয়াটা যখন আল্লাহর কাছে পাওয়াটা তখন সুনিশ্চিত
আল্লাহ বলেন -তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। নিশ্চয় আল্লাহ তো সর্বজ্ঞ, সম্যক অবহিত। (সুরা হুজরাত আয়াত-১৩)
জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর হাতে! মাঝখানে শুধু প্রেমটা শয়তানের হাতে।
সর্বোত্তম জিনিসের দুর্নীতি সবচেয়ে খারাপের জন্ম দেয়। - ডেভিড হিউম।
একদিন আমার ইনশাআল্লাহ গুলো। আলহামদুলিল্লাহ তে পরিণত হবে।
আমার জন্মদাতাদের প্রতি অসীম কৃতজ্ঞতা, যারা আমাকে আল্লাহর পথ দেখিয়েছেন। আজ তাদের জন্য প্রার্থনা করছি।