#Quote
More Quotes
আজ আমার বন্ধুর ১ম মৃত্যুবার্ষিকী। আল্লাহ আমার বন্ধুর সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন
শবে বরাত” – অনুশোচনার রাত। আপনার ভুলত্রুটির জন্য অনুশোচনা করুন, আল্লাহর কাছে ক্ষমা চাই।
বে বরাত” – ভালোবাসার রাত। আল্লাহর প্রতি ভালোবাসা ও ভক্তি বৃদ্ধি করুন।
রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয় - আল হাদিস
পবিত্র শবে বরাতের রাত এমন একটি ফজিলত পূর্ণ রাত যে যত পাপী করা হোক না কেন আল্লাহ তাআলার কাছে সেই ভুল স্বীকার করে ক্ষমা চাইলে তিনি সব গুনা গুলো ক্ষমা করে দেন।
বান্দা যতবার বলে আল্লাহুম্মাগফিরলি। মহান আল্লাহ ততবার বলেন মাফ করে দিলাম।
শবে বরাত” – পুনর্মিলনের রাত। আল্লাহর সাথে পুনর্মিলনের জন্য প্রার্থনা করুন।
না ছিল আসমান জমিন পবনপানি সাঁই তখন নিরাকারে। - লালন
আজ পবিত্র লাইলাতুল বরাত। আল্লাহ সবার জীবনের অতীত ও বর্তমানের সকল গুনাহ মাফ করুক।
আসিতেছে ১টি রাত, নাম তার শবে বরাত, তুলিবো আমরা দু‘হাত, করিবো আমরা মুনাজাত, আল্লাহ করবেন গুনাহ মাফ, তোমাদের রইল দাওয়াত, পালন করবে শবে বরাত I