#Quote

মহা বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়ুগ কৃপাণ ভীম রণ, ভূমে রণিবে না-বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। – কাজী নজরুল ইসলাম

Facebook
Twitter
More Quotes
হিংসাই শুধু দেখেছ এ চোখে, দেখ নাই আর কিছু, সমূখে শুধু রহিলে তাকায়ে, চেয়ে দেখিলেনা পিছু।– কাজী নজরুল ইসলাম
প্রাক্তন বিদ্রোহীদের কবরে যখন স্মৃতিসৌধ মাথা তোলে, নতুন বিদ্রোহীরা তখন কারাগারে ঢোকে, ফাসিঁকাঠে ঝোলে- হুমায়ূন আজাদ
আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন।
কারার ঐ লৌহকপাট, ভেঙ্গে ফেল কর রে লোপাট, রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
নিয়ম মানলে তুমি সবার মত, নিয়ম ভাঙলে তুমি নিজেকে খুঁজে পাবে।"
আমার চিন্তাগুলি ফুলের মতো ফুটতে দিন, আমার কণ্ঠ বজ্রের মতো অনুরণিত হোক, কারণ আমি সত্য বলতে ভয় পাই না।
আমি চির বিদ্রোহী, আমি নতজানু নই, কখনো হবো না।
আমি ঝড়ের মতো তেড়িয়া আসি, আমি বজ্রের মতো করি গর্জন।
আমি ফণা তোলা কালবোশেখি, আমি খরার বুকে উন্মত্ত সাগর
গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড়ো কিছু নাই, নহে কিছু মহীয়ান।– কাজী নজরুল ইসলাম