#Quote

নিদ্রার বুকে মাথা রেখে জেগে আছি আজো অনিদ্রা মিশে গেছে বুকের রক্তে।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।

Facebook
Twitter
More Quotes
স্বাধীনতা, সে আমার – স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন – স্বাধীনতা – আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
জীবন আমাদের রক্তে গড়া, রক্তে গড়া প্রাণ। রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ।
চলে যাওয়া মানেই প্রস্থান নয় , বিচ্ছেদ নয় , চলে যাওয়া মানেই নয় বন্ধন ছিন্নকরা আর্দ্র রজনী । চলে গেলে আমারো অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে____রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
নীলাকে কখনো নীল শাড়ি পরতে দেখিনি।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
. এখনো রক্তের রং ভোরের আকাশে। যে রক্ত শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, হত্যা করেছে সে বাংলাদেশের স্বপ্নকেও।
প্রত্যেকের বুকের নিভৃতে কিছু দগ্ধ ক্ষত থাকে লুকানো , কিছু অসম্পূর্ণ নির্মান , ভাংগাচোরা গেরস্হালি ঘরদোর , প্রত্যেকের নিজস্ব কিছু নিদ্রাহীন রাত্রি থাকে যাকে চিরদিন নষ্ট নোখের মতো রেখে দিতে হয় কোমল অনিচ্ছার বাগানে যাকে শুধু লুকিয়ে রাখাতেই সুখ , নিজের নিভৃতে রেখে গোপনে পোড়াতেই একান্ত পাওয়া । —-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
যুবতী বুক থেকে ঝলমলে তলপেট উলঙ্গ কোরে বিনিময়ে দুখানা ঝলসানো রুটি নিলো।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
দূরত্ব জানে শুধু একদিন খুব বেশী নিকটে ছিলাম—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
দিচ্ছো ভীষন যন্ত্রনা বুঝতে কেন পাচ্ছ না ছাই মানুষ আমি, যন্ত্র না।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
“আমার রক্তে যদি সহযোগিতা করে- মুমূর্ষ রোগীর প্রাণ,তাহলে আমি কেন করবোনা স্বেচ্ছায় রক্তদান?”