#Quote

অধ্যাপক, দাঁত নেই—চোখে তার অক্ষম পিঁচুটি; বেতন হাজার টাকা মাসে—আর হাজার দেড়েক পাওয়া যায় মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটি; যদিও সে সব কবি ক্ষুধা প্রেম আগুনের সেঁক চেয়েছিলো—হাঙরের ঢেউয়ে খেয়েছিলো লুটোপুটি - জীবনানন্দ দাশ

Facebook
Twitter
More Quotes
আমরা মৃত্যুর আগে কী বুঝিতে চাই আর? জানি না কি আহা, সব রাঙা কামনার শিয়রে যে দেয়ালের মতো এসে জাগে ধূসর মৃত্যুর মুখ — একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল — সোনা ছিল যাহা নিরুত্তর শান্তি পায় — যেন কোন্‌ মায়াবীর প্রয়োজনে লাগে। কী বুঝিতে চাই আর? রৌদ্র নিভে গেলে পাখিপাখলির ডাক শুনি নি কি? প্রান্তরের কুয়াশায় দেখি নি কি উড়ে গেছে কাক - জীবনানন্দ দাশ
একজন সত্যিকারের প্রেমিক কারো দেহ দেখে ভালবাসে না সে প্রেমে পড়ে তার ব্যবহারের এবং চোখের মায়ায়
বুঝলে প্রিয়, আমি তোমার প্রেমে সুরক্ষিত আছি।
প্রেমের জ্বালা বোরো জ্বালা জ্বলে হৃদয়ে আগুন মেটে না তো সে জ্বালা আসুক যত ফাগুন
রোদের আঁচে, আমরা প্রেমটাকে ছোট্ট ছোট্ট করে সাজাই, তোমরা অজুহাত দিয়ে বিচ্ছিন্ন হতে চাও।
আমি তোমাকে প্রথম দেখার সময় থেকেই তোমার প্রেমে পড়ে গেছিলাম।
হাজার ভালোবেসে নিজের করতে পারোনি যাকে, সে হয়তো অন্য কারোর, ভুলতে পারিনি এখনো তাকে।
মনের মধ্যে হাজার কষ্ট রেখেও যেমন হাসি দিয়ে লাভ নেই, ঠিক তেমনি মনের ভিতরে হাজার কষ্ট রেখেও সবাইকে বলে বেড়ানো আমি ভালো আছি সুখে আছি এগুলো বলেও কোন লাভ নেই।
মৃত্যু আমাদের প্রেম-স্মৃতি ও শান্তি শেখায় !!
আসিবে তুমি জানি প্রিয় আনন্দে বনে বসন্ত এলো ভুবন হল সরসা, প্রিয়-দরশা, মনোহর।বনানতে পবন অশান্ত হল তাই কোকিল কুহরে, ঝরে গিরি নির্ঝরিণী ঝর ঝর। - কাজী নজরুল ইসলাম