#Quote

আমরা সবাই , আপপাপীন পাপের বাটখারা দিয়ে, অন্যের পাপ মাপি।

Facebook
Twitter
More Quotes
যদি কখনও পাপকাজ করার প্রতি ইচ্ছা জাগে, তখন নিজেকে বলুন, জান্নাতে যা দেয়া হবে তা এর চেয়ে অনেক বেশি উত্তম এবং এই কাজটা করে আমি তা পাওয়াকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছি।
আমরা সবাই পাপী; আপন পাপের বাটখারা দিয়ে; অন্যের পাপ মাপি !- কাজী নজরুল ইসলাম
পাপ কথাটা মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ পাপ পূন্য, ভাল মন্দের বিচার তারা করতে পারে। পশুদের এসবের বালাই নেই। তাই পাপ তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় ৷
দেহের মাপে মন তৈরি কোরাে না। মনের মাপে দেহ তৈরি কোরাে।
তোমার জন্য নীল আকাশ মেঘলা, তোমার জন্য বৃষ্টি! তোমার জন্য পাপী মনে আমার আবেগ সৃষ্টি!
আমরা সবাই পাপী। নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি।
জল আর আগুন এই তো কারবার, হৃদয়ে বাদে ভালোবাসার অর্থ, এইসব বাদে যখনই অনর্থক কিছু গায়ে লেগে যায়, তা সহজেই মিশে যায় পাপের দলে।। পাপ একদিন-দুদিন থেকে, প্রতিদিনকার অভ্যেস হয়ে মিশে যায় রক্তে, আর কোনো এক ঋতুতে হয়তো আমার হয়ে উঠি, সহজাত পাপী।
পাপকে ঘৃণা করা উচিৎ কিন্তু পাপীকে নয়।
তোমার জন্য আকাশ মেঘলা, তোমার জন্য বৃষ্টি! তোমার জন্য পাপী মনে আমার আবেগ সৃষ্টি!
জোর ছ’ফুট এই দেহের মাপ। মনটা ওই কুলফি বরফের খােপের মাপে জমে যেন না যায়।