#Quote

জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি সন্ত্রাসের ঝাঁঝালো দিনে বিবর্ণ পত্রের মত হঠাৎ ফুৎকারে উড়ে যাই।

Facebook
Twitter
More Quotes
ফর্সা মেয়ের পাপ বেশি।
বলতে পার, কে পৃথিবীতে পাপী নয়? শতভাগ কার জীবন পূন্যময় ? ভাবো উত্তর, এই ফাঁকে বলি আমি একটি গল্প— স্বর্ণের চেয়ে দামী।গল্পটা হল যীশুখ্রিষ্টের, তবে , সব ধর্মের সমান শিক্ষা হবে।
যত পাপই করেন না কেন মনে রাখবেন কোন কিছুই আল্লাহ্‌র দয়ার চেয়ে বড় নয় । তিনি মাফ করে দিবেন।
যদি কখনও পাপকাজ করার প্রতি ইচ্ছা জাগে, তখন নিজেকে বলুন, জান্নাতে যা দেয়া হবে তা এর চেয়ে অনেক বেশি উত্তম এবং এই কাজটা করে আমি তা পাওয়াকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছি।
পুণ্য অর্জন করার চেয়ে পাপ বর্জন করা শ্রেষ্ঠতর।
যেসব পাপ কাজ তোমরা গোপনে করে থাকো সেগুলোকে ভয় করো, কেননা সেসব পাপের সাক্ষী বিচারক স্বয়ং নিজেই । — আলী ইবনে আবু তালিব (রাঃ)
পাপ কথাটা মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ পাপ পূন্য, ভাল মন্দের বিচার তারা করতে পারে। পশুদের এসবের বালাই নেই। তাই পাপ তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় ৷
জল আর আগুন এই তো কারবার, হৃদয়ে বাদে ভালোবাসার অর্থ, এইসব বাদে যখনই অনর্থক কিছু গায়ে লেগে যায়, তা সহজেই মিশে যায় পাপের দলে।। পাপ একদিন-দুদিন থেকে, প্রতিদিনকার অভ্যেস হয়ে মিশে যায় রক্তে, আর কোনো এক ঋতুতে হয়তো আমার হয়ে উঠি, সহজাত পাপী।
স্রোতের ধর্ম ভাসিয়ে নেওয়া, করতে জানে অধর্মের আবর্জনা সাফ, জীবন যুদ্ধে লড়তে হয়, হার মেনে নিয়ে মুক্তি চাওয়াও এক অযাচিত পাপ৷
পাপ হলাে এক শেকলের মতন, এটি পাপকারীকে আটকে রাখে যাতে সে তাওহীদের বিশাল বাগানে বিচরণ করতে না পারে এবং সেখানকার ফল অর্থাৎ সৎকর্মসমূহকে সংগ্রহ করতে না পারে।