#Quote
More Quotes
আকাশের ঐ নীল সীমানা যেমন দিগন্তে মাটির সাথে মেশে,, তেমনি তুমি মিশে আছো আমার অনুভবে!
প্রাণ দিতে চাই, মন দিতে চাই সবটুকু ধ্যান, সারাক্ষণ দিনে চাই তোমাকে।
হাজার সুখের স্মৃতি উজাড় করে দিলাম তোমায়, ছোট্ট মনের জেলখানাতে বন্দী কতো রামধনু রঙ
এই বিশ্বে আমার প্রিয় জায়গাটা হলো তোমার বাহুবন্ধন, তোমার সুন্দর চোখে আমি হারিয়ে যায় দৃষ্টি সীমার অতল গহ্বরে। তোমার সাথে দেখা হলে কোন নিরালয়, নিজেকে উজাড় করে রেখে দিতে চাই।
গাইতে ব’সে কন্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, ব’লবে সবাই-“ সেই যে পথিক তার শেখানো গান না?’’ আসবে ভেঙে কান্না! প’ড়বে মনে আমার সোহাগ, কন্ঠে তোমার কাঁদবে বেহাগ! প’ড়বে মনে অনেক ফাঁকি অশ্র”-হারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে- বুঝবে সেদিন বুঝবে!- কাজী নজরুল ইসলাম
তুমি এক সমুদ্র অবহেলা নিয়ে এসেছিলে। আর আমি তোমার জন্য দুহাত উজাড় করে কাঠগোলাপের তোড়া উপহার দেবো।
তোমাকে নিয়ে আমার সমস্ত অনুভূতিগুলো যদি প্রকাশ্যে আনতে পারতাম, তবে হয়তো ভালোবাসার এক অভিনব জগৎ তৈরি করতে পারতাম।
কেউ যখন সমস্ত আয়োজন নিয়ে কোনো কিছু পাওয়ার আশায় বসে থাকে, অপ্রাপ্তি তখন দুহাত উজাড় করে দরজায় কড়া নাড়ে।-সংগৃহীত
তোমার আমার সমান্তরাল রেখায় সৃষ্টিছাড়া ভালোবাসার জমেছে নিতান্তই অকারণে, প্রাক্তনের শহরে তো বসন্ত প্রতিবারই নামে, তোমাকে নিয়ে না হয় ভিজে যাব শেষ শ্রাবণে।
যদিও তুমি আমার স্বপ্নের ‘শ্রী’,যতবার দেখি তোমায় ফিরে পাই অন্য এক অনুভূতি । চোখ তো শুধু তোমায় চায়, ঘুরে ফিরে সেই তোমাকেই পায়, চেনা মানুষ যেমন অচেনা কে খুঁজে পায়।