#Quote

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ আমার আপনহারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ - রবীন্দ্রনাথ ঠাকুর

Facebook
Twitter
More Quotes
ফাগুনের আগমনীতে, প্রকৃতি নবজীবনে পূর্ণ হয়।
উচিত ছিলো শোবার ঘরে শাড়ির বাঁধন খুলতে গিয়ে আমায় দেখে মুখ লুকানো লজ্জারাঙা স্নিগ্ধ হাসা আঁচল তলে । কিন্তু কপাল তোমার বাড়ি এখান থেকে সেই কতদূর, পুরোপুরি বিশটি মিনিট খরচ কোরে পৌঁছতে হয় এবং যেটা বলতে বাধে তোমার কাছে যেতে হলেই এই বাজারে পুরোপুরি পাঁচটি টাকা। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ আমার আপনহারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ – রবীন্দ্রনাথ ঠাকুর
নৌকার মত লাগিয়ে গুন টানিনি কভু তারে, তবুও কি এমন বাধন? দুজন, কাছে আসি বারে বারে।
আজ শ্রাবণের আমন্ত্রণে, দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে, ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে।
ফাল্গুনের আগমনে গাছের কচি পাতার শিহরণে, হৃদয়ে লেগেছে বসন্তের দোলা আর প্রকৃতির সেজেছে নিজ প্রাণে।
কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি দখিন দুয়ার গেছে খুলি? বাতাবী নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল? - সুফিয়া কামাল
সখির মনে রং লেগেছে ফাল্গুনে নতুন গাছের পাতা গজানো দেখে।
ফাগুন এসেছে, নতুন সুরে, নতুন গান গাইতে। 
ভালোবাসার বাঁধন ছিঁড়ে উড়ে গেছো দূরে, আমার শূন্য খাঁচা কাঁদে বেদনার সুরে।