photo

Sanai Mahbub

Actress
Date of Birth : 19 September, 1996 (Age 28)
Place of Birth : Rangpur, Bangladesh
Profession : Actress, Model
Nationality : Bangladeshi
সানাই মাহবুব (Sanai Mahbub) হলেন বাংলাদেশের বহুল আলোচিত-সমালোচিত মডেল তথা বিতর্কিত অভিনেত্রী। কিছুদিন পর পর আলোচনায় আসেন তিনি, এর নেপথ্যে রয়েছে বিভিন্ন কারণ। সামাজিক মাধ্যমে প্রায়ই খোলামেলা বিচরণ থাকে তাঁর, তাই তাঁকে ঘিরে নতুন নতুন আলোচনা জন্ম হয়।

তিনি বেশকিছু গানের মডেল ও চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। তবে চলচ্চিত্রগুলো এখনও আলোর মুখ দেখেনি বললেই চলে। সামাজিকমাধ্যমে এক সময় একের পর এক খোলামেলা ছবি দেওয়ার কারণে রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন তিনি। শালীনতা লঙ্ঘনের কারণে থানায় বেশ কয়েকবার ডাক পড়ে তাঁর। এরপর ২০২১ সালে হঠাৎই ধর্মীয় জীবন যাপন করবেন বলে গ্ল্যামার জগৎকে বিদায় জানান তিনি। ক্রমে ব্যক্তিগত জীবন নিয়ে 2022 সালে ফের চর্চায় আসেন তিনি।

জন্ম ও পরিবার পরিচয়

অভিনেত্রীর পুরো নাম সুপ্রভা মাহবুব সানাই। তিনি জন্মগ্রহণ করেন ১৯৯৬ সালের ১৯ শে সেপ্টেম্বর। তাঁর জন্মস্থান বাংলাদেশের রংপুর জেলা। সানাইয়ের বর্তমান ঠিকানা হল রাজধানী ঢাকা। ঢাকার গুলশান তাঁর বাসস্থান। কর্মসূত্রে তাঁকে এখানেই বেশি থাকতে হয়।

অভিনেত্রীর পরিবারে আছেন তাঁর আব্বু, আম্মু ও একটা ছোট বোন। এই ছোটো বোন পড়ালেখা করছে। পরিবারের সকলের থেকেই কর্মজীবনে ভালো কাজ করার উৎসাহ পান তিনি। তবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান যে নিজের পরিবারের থেকেও স্বামীর পরিবারের সাপোর্ট বেশি পান তিনি।

শিক্ষাগত যোগ্যতা

সুপ্রভা মাহবুব সানাই এর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিশেষ কোনো তথ্য জানা যায় নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে যে তিনি YWCA (Young Women’s Christian Association) উচ্চ মাধ্যমিক গার্লস স্কুলে পড়াশোনা করেছেন।

ব্যক্তিগত জীবন

২০২২ সালের ২৭ মে গোপনে এক ব্যাঙ্ককর্মীকে বিয়ে করেন। বিয়ের বছর পার হল না, এর মধ্যেই স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করলেন সানাই। বিচ্ছেদের কারণ হিসেবে তিনি শাশুড়িকেই দায়ী করেছেন। বিবাহবার্ষিকীর আগেই বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছিলেন সানাই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায়ই বিভিন্ন বিষয় দর্শকদের মধ্যে প্রকাশ করেন তিনি। ২০২৪ সালের মার্চ মাসে তিনি নিজের সামাজিক মাধ্যমের ভেরিফাইড প্রোফাইল থেকে জানান যে তিনি বাংলাদেশের একজন এমপির সাথে সম্পর্কে আছেন এবং খুব শীঘ্রই বিয়ে করছেন।

তাঁর ঘোষণার পর সবাই গণমাধ্যমে সেই রাজনীতিকের নাম জানতে চায়। তবে সেই বিশেষ মানুষটির পরিচয় গোপন রাখেন তিনি। অনেকেই মনে করেন যে এই খবরটা ভুয়া। বহু মানুষের হিসেবে সানাই এই সব কথার মধ্য দিয়ে জনপ্রিয় ও মিডিয়ার শিরোনাম হতে চেয়েছিলেন। এর কিছুদিন পর তিনি বলেন যে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জানাবেন স্বামীর পরিচয়।

Quotes

Total 0 Quotes
Quotes not found.