photo

Ahmed Akbar Sobhan

Bangladeshi business magnate
Date of Birth : 15 February, 1952 (Age 73)
Place of Birth : Bancharampur Upazila, Bangladesh
Profession : Businessperson
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Twitter
আহমেদ আকবর সোবহান (Ahmed Akbar Sobhan) একজন বাংলাদেশী ব্যবসায়ী ও শিল্পদ্যোক্তা। তিনি বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। ২০২০ সালের হিসেবে বার্ষিক আয় ১০০ কোটি ডলার বা তার বেশি হিসেবে দেশের শীর্ষস্থানীয় ২৩ কোম্পানির একটি বসুন্ধরা গ্রুপ। এছাড়াও বাংলাদেশে বিলিয়ন ডলারের আমদানি ক্লাবে থাকা শিল্প গ্রুপের একটি হচ্ছে বসুন্ধরা গ্রুপ। বাংলাদেশের শিল্প ও বাণিজ্য খাতে কাজ করছে বসুন্ধরা গ্রুপ। আবাসন ব্যবসা দিয়ে শুরু হলেও বসুন্ধরা গ্রুপের ব্যবসা পরিধি সিমেন্ট, কাগজ, ইস্পাতজাত পণ্য উৎপাদন, এলপি গ্যাস, বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণে বিস্তৃত। বাংলাদেশের চারটি গণমাধ্যম দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও বাংলানিউজ২৪ডটকম তার মালিকাধীন গ্রুপের। বাজার মূল্য ও আর্থিক প্রবৃদ্ধির হিসেবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের স্লোগান: দেশ ও মানুষের কল্যাণে।

জন্ম ও শিক্ষাজীবন

আহমেদ আকবর সোবহানের জন্ম ১৯৫২ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা জেলায়। তার বাবা আলহাজ্ব আবদুস সোবহান ছিলেন ঢাকা উচ্চ আদালতের আইনজীবী এবং মা উম্মে কুলসুম ছিলেন গৃহিণী। দুই ভাই ও চার বোনের মধ্যে আকবর সোবহান সবার ছোট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অধ্যয়ন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে আহমেদ আকবর সোবহান ক্রীড়াবিদ ও মেধাবী হিসেবে আলোচিত ছিলেন।আহমেদ আকবর সোবহান নিজে একসময় হকি খেলতেন এবং তাঁর বড় ভাই আবদুস সাদেক একজন হকি কিংবদন্তি। আবদুস সাদেক দুই মেয়াদে ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। তাঁর সন্তান সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান আনভীর,সিয়াম সোবহান সানভীর ও সাফওয়ান সোবহান।

কর্মজীবন

১৯৭৮ সালে আহমেদ আকবর সোবহান অভ্যন্তরীণ সেবা খাতে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবাসয়িক যাত্রা শুরু করেন। তার পরিচালনা বসুন্ধরা গ্রুপ ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রাঃ) লিমিটেড প্রতিষ্ঠার মধ্যমে যাত্রা শুরু করে। পরবর্তীকালে তা বসুন্ধরা হাউজিং নামে পরিচিতি পায়। ইস্পাত ও প্রকৌশল, কাগজ, টিস্যু, সিমেন্ট, এলপি গ্যাস, স্যানিটারি ন্যাপকিন, কাগজজাত পণ্য, ড্রেজিং, জাহাজ শিল্প, খাদ্য ও পানীয়, লোহার নল উৎপাদনসহ ৩৫টির বেশি নানা মাত্রার বৃহৎ শিল্পখাতে ব্যাপ্তি বিস্তার করেছে বসুন্ধরা গ্রুপ।তার নেতৃত্বাধীন গ্রুপের নানা প্রতিষ্ঠানে সরাসরি কর্মরত আছেন প্রায় ৫০ হাজার কর্মী। এছাড়াও নানাভাবে বসুন্ধরা গ্রুপে কাজ করছেন প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ। রাজস্বখাতে বিরাট অবদানের মাধ্যমে দেশীয় আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে বসুন্ধরা। দেশের শীর্ষস্থানীয় রাজস্বদাতা প্রতিষ্ঠানগুলোর একটি বসুন্ধরা গ্রুপ। ১৯৯৮ সালে ১৫ বিঘা জমির ওপর গড়ে তোলেন বসুন্ধরা শপিং মল।

সামাজিক কর্মকাণ্ড

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সামাজিক দায়িত্ব পালন করেন আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠিত দুটি মানবকল্যাণ ফাউন্ডেশন সহযোগি হিসেবে কাজ করছে। ২০০৬-২০১৮ সময়ে আহমেদ আকবর সোবহান ইউক্রেন প্রজাতন্ত্রে বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হওয়া কর বাহাদুর সম্মাননা পান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যরা।

Quotes

Total 0 Quotes
Quotes not found.