#Quote
More Quotes
বিদায়কালীন অনুষ্ঠান! আবার কবে দেখা হবে আল্লাহই জানেন।
আল্লাহ আপনার সঙ্গে রয়েছে, বিশ্বাস এবং ভরসা রেখে ইতিবাচক ভাবে কাটান আগামীদিনগুলো। ইদ মোবারক।
আল্লাহর রহমতে তুই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করলি বিয়ে এই কাজটায় যেন তুই সফল হস, সুখী হস, বরকত পাস।বউটাকে যেন সম্মান আর ভালোবাসায় আগলে রাখিস আল্লাহ তোমাদের জুটিকে কবুল করুন।
নিজের পথে নিজেই চলি নিজের কথা নিজেই বলি আক্ষেপ নেই আমার তাতে দিন চলেছে সোজা পথে।
আল্লাহর প্রতি আস্থা আর বিশ্বাস আপনাকে সাফল্যের পথ দেখাবে ইনশাআল্লাহ
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় , তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন । -,আল হাদিস
আল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক, ভালোবাসায় কাটুক প্রতিটি মুহূর্ত।
যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে, তাদের পুরস্কার আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দেন।
শবে বরাত – ঐক্য ও সংহতির রাত। সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রহমত কামনা করি।
যদি তুমি কোনো বিষয় নিশ্চিতভাবে সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে আল্লাহর উপর ভরসা করো।