#Quote

ও ফাগুন ঘুমায়ও না আর শীত এসে চলে গেল চুপি চুপি বলে গেল আর তো সময় নাই তব আঁখি মুদিবার।

Facebook
Twitter
More Quotes
এই বসন্তে গন্ধেরা উড়ে আসেমাটির কাছাকাছি,টগর পলাশ আর বেলির বনেঘুরে বেড়ায় পাখির কুহু ডাক।
হয়তো ফুটেনি ফুল রবীন্দ্রসঙ্গীতে যত আছে, হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে। আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা, দূরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক - নির্মলেন্দু গুণ
আসিবে তুমি জানি প্রিয় আনন্দে বনে বসন্ত এলো ভুবন হল সরসা, প্রিয়-দরশা, মনোহর। বনানতে পবন অশান্ত হল তাই কোকিল কুহরে, ঝরে গিরি নির্ঝরিণী ঝর ঝর — কাজী নজরুল ইসলাম
আঁখি মুঞ্জিয়া দেখ রূপ রে আঁখি মুঞ্জিয়া দেখ রূপ রে আরে দিলের চক্ষে চাহিয়া দেখ বন্ধুয়ার স্বরূপ রে-হুমায়ূন আহমেদ
কচি পাতার শিহরণে হৃদয়ে লেগেছে দোল বসন্তে তাই প্রকৃতিও আজ হয়েছে বিহ্বল ।
বসন্ত মানে নতুন শুরু, নতুন আশা, নতুন রঙের গল্প
রোদ মাখা বিকেল আর বাতাসে প্রেম, বসন্তের মিষ্টি ছোঁয়া!
কেমনে রাখি আঁখি বারি চাপিয়া প্রাতে কোকিল কাঁদে নীশিথে পাপিয়া
শীতের শেষে প্রাণের জোয়ার বয়ে নিয়ে আসে বসন্ত, প্রকৃতি সেজে ওঠে নতুন সাজেহৃদয়ে জাগে শিহরণ । অপরূপা এ ফাগুনের রূপে , করি আমরা নিত্য অবগাহন ।
কারও কারও জীবনে বসন্ত নিভৃতে আসে বাইরে প্রকাশ পাই না। তার আমেজে সে নিজেই পুলকিত হয়। — জন ফ্রেচার।