#Quote
More Quotes
فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ নিশ্চয়ই আল্লাহ পরহেজগারদের ভালোবাসেন..!! (সূরা আল-ইমরান:৭৬)
রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় , কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় ।
হে আল্লাহ, আপনি সবই দেখছেন। আমাকে মুমিন হওয়ার তৌফিক দিন। আমিন।
জন্মদিন মানেই আমি মৃত্যুর এক ধাপ কাছে এগিয়ে গেলাম তাই আজ শুধু একটা দোয়া হে আল্লাহ তুমি যেন আমাকে ক্ষমা করে জান্নাতের পথ দেখাও।
শবে বরাত” – আশার রাত, আল্লাহর রহমতের প্রতি আশাবাদী হোন।
আল্লাহ যেন তোমাকে হেদায়েতের পথে রাখেন এবং প্রতিটি কাজে বরকত দান করেন।
যে কাউকে সম্মানিত করার চেষ্টা করে, তার সম্মানও আল্লাহ বাড়িয়ে দেন।
রক্তে কেনা স্বাধীনতার গল্প, স্মরণ করি ১৬ ডিসেম্বর।
আল্লাহ তায়ালা ঘোষণা ,দিয়েছেন মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস্ত হবে তাই আপনারা যারা মাকে কষ্ট দিবেন তারা কখনোই জান্নাতে যেতে পারবেন না।
যে ব্যক্তি সমর্থ ও কর্মক্ষম হয়েও কাজবিমুখ, আল্লাহ তাআলা তার প্রতি সদয় নন। - আল হাদিস