#Quote
More Quotes
আমরা দুজনে রচনা করেছিএকে অপরের ক্ষতি,প্রবাসী প্রেমের পাথরে গড়েছি অন্ধ অমরাবতী।
তোমাকে ভুলেছি স্বপ্নে, প্রেমে, অভ্যাসে, বেদনায়।এখন বুকের মাঝে বন্ধন মুক্তির মৃদু-হাওয়া,হাত তুলে অনায়াসে বিদায় দিয়েছি গত রাতে।সুখে আছি, সুখলতা, বেঁচে থেকে বেদনা সহিতে।
আমি আর কোনো নবযাত্রার আয়োজন করবো না।বাকি সময়টা আমি তোমার পাশেই দাঁড়িয়ে থাকতে চাই।
ডাকিব না প্রিয়, কেবলি দেখিব।
এখন যখন হঠাৎ তোমাকে ভাবি সত্য সে-ও স্বপ্ন মনে হয়; বুঝি প্রেম যত তীব্র, যত সত্য হোক, সময়ের চেয়ে সত্য নয়।
ডাকিব না প্রিয়., কেবলি দেখিব।
বুকের কার্নিশে এসে মাঝে-মধ্যে বসো প্রিয়তমা,এখানে আনন্দ পাবে, পাবে খোলা হাওয়া।
কাগজের দুটো পৃষ্ঠার মতো প্রেম, কোনোদিন কেউ ছোঁবে না পরস্পর। চোখের কৃষ্ণ বৃত্ত ঘিরেছে সাদা, ভালোবাসা তবু আমার ভিতরে একা।
তোমার ভালোবাসায় আমি অনশ্বর, অমর হয়েছি। তোমাকে দেখার আগে আমি শিলা পাথর ছিলাম। অচেতনের সাগরজলে আমি ভাসিতেছিলাম একা।
হয় নিদ্রা আসুক, না হয় এক্ষুনি অবসান হোক এই অসহায় রাত্রির।